ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঘাটাইলে এক রাতে ফাঁসিতে ঝুললেন ২ জন

ঘাটাইলে এক রাতে ফাঁসিতে ঝুললেন ২ জন

প্রতীকী ছবি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:৪০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:২৮

স্ত্রীকে বেঁধে রেখে তার সামনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আহাদ আলী (৩০) নামের এক যুবক। অপরদিকে মিনা আক্তার (৩৫) নামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পৃথক স্থানে শুক্রবার রাতে ঘটনা দু’টি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। রাত সাড়ে ৮ টার দিকে পৌরসভার খরাবর এলাকা থেকে উদ্ধার করা হয় যুবকের মরদেহ ও ১১ টার দিকে সাগরদীঘি থেকে প্রবাসীর স্ত্রীর। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌরসভার খরাবর এলাকায় নিহত আহাদ আলী আরএফএল কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলায়। চাকরির সুবাদে স্ত্রী মিলি খাতুনকে (২০) নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাদের সংসারে আড়াই মাসের একটি পুত্র সন্তান রয়েছে। শুক্রবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে আহাদের স্ত্রী পাশের একটি বাসায় চলে যান। 

বাসার মালিক আব্দুল আলীমের স্ত্রী মালা খাতুন জানান, আহাদের কাছে ভাড়া দেওয়া বাসাটি নতুন করেছেন। সম্প্রতি ভাড়া নিয়েছেন তারা। নতুন বাসায় কোলাহল হচ্ছে- এমন সংবাদ শুনে তিনি এবং তার স্বামী ওই বাসায় যান। ওই সময় বাসার সামনে অনেক লোককে দেখতে পান। সবাই ডাকাডাকি করলেও ভেতর থেকে কেউ দরজা খুলছিলেন না। পরে শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন আহাদ। পাশেই চেয়ারের সঙ্গে হাত-পা ও মাজায় রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায় আহাদের স্ত্রী মিলি খাতুনকে। পরে রশি কেটে আহাদকে নামিয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। 

অপরদিকে উপজেলার সাগরদীঘি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাসা থেকে রাত ১১টার দিকে মিনা আক্তার নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিনা উপজেলার বেইলা গ্রামের সৌদি প্রবাসী খসরু মিয়ার স্ত্রী। সে সাগরদীঘিতে আইনউদ্দিন কাজীর বাসায় ভাড়া থাকতেন। মিনার প্রতিবেশিরা জানান, দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ দেখতে পান তারা। ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে বাসার মালিককে খবর দেন। বাসার মালিক পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে দরজা ভাঙেন। ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে মিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যান। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, দু’টি ঘটনাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা দুটির তদন্ত চলছে।

আরও পড়ুন

×