দুর্বৃত্তের এসিডে ঝলসে গেল অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তার মা

প্রতীকী ছবি
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:২৫
চাঁদপুরের মতলবে দুর্বৃত্তের এসিডে ঝলসে গেছে প্রবাসীর ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মিলি আক্তার (২০) ও তার মা রাসেদা বেগম। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মতলব উত্তর উপজেলার সুজাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে শবে বরাতের নামাজের সময় দৃর্বৃত্তরা মিলি বাসায় আছে কি-না জানতে চায়। মিলির মা রাসেদা বেগমের সঙ্গে মিলিও দরজার কাছে এগিয়ে আসেন। এ সময় মিলির ওপর এসিড মেড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঝলসে যায় মিলি ও তার মা রাসেদা বেগমের। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর হওয়ায় পরে মিলি ও তার মা রাসেদা বেগমকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিককল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, মিলির মুখ ও শরীর, পিঠ ঝলসে গেছে। তার মা রাসেদা বেগমের শরীর ও পা ঝলসে গেছে।
মিলির স্বামী মো. সায়েম সৌদি প্রবাসী। এ ঘটনায় সুজাতপুর বাজারের বিকাশ ব্যবসায়ী শহীদুল ইসলাম মানিক (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে রাত ১টার দিকে শহিদুল ইসলাম মানিক নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে।
- বিষয় :
- চাঁদপুর
- এসিড নিক্ষেপ