ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বায়তুল মোকাররমে সমাবেশ নিষিদ্ধের পাঁয়তারা চলছে: চরমোনাই পীর   

বায়তুল মোকাররমে সমাবেশ নিষিদ্ধের পাঁয়তারা চলছে: চরমোনাই পীর   

চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: সমকাল

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:২৯ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:৩১

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, খোঁড়া অজুহাতে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার পাঁয়তারা করছে সরকার। এর পরিণতি সরকারের জন্য সুখকর হবে না। চরমোনাই দরবারে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে ওলামা-মাশায়েখ মহাসমাবেশে তিনি এ কথা বলেন। 

চরমোনাই পীর বলেন, সরকার বিরোধী দলের রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় নামাজে আসা মুসল্লিদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে বায়তুল মোকাররমে সভা-সমাবেশ নিষিদ্ধ করার চক্রান্ত  হচ্ছে। 

মহাসমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, নুরুল হুদা ফায়েজী, নায়েবে আমির আবদুল হক আজাদ, মহাসচিব মাওলানা ইউনুস আহম্মদ, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রমুখ।

আগামীকাল শুক্রবার জুমার নামাজের আগে মাহফিল প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। পর দিন শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।

আরও পড়ুন

×