গায়ে হলুদ অনুষ্ঠানে অতিরিক্ত ‘মদ পান’, মামা-ভাগনে মৃত্যু

দীপু সরকার ও প্রসেনজিৎ সরকার। ছবি: সংগ্রহীত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ | ১৯:৩২ | আপডেট: ০৩ মার্চ ২০২৪ | ২২:৩৯
মানিকগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত ‘মদ পানে’ দীপু সরকার (২৯) ও প্রসেনজিৎ সরকার (২১) নামে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে এবং মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তাদের মৃত্যু হয়। তারা সম্পর্কে মামা- ভাগনে।
নিহত প্রসেনজিৎ সরকার মানিকগঞ্জের হরিরামপুরের বয়রা ইউনিয়নের দাসকান্দি বয়ড়া এলাকার মৃত প্রকাশ সরকারের ছেলে এবং দীপু সরকার গাজীপুরের ভাওয়াল কলেজপাড়া এলাকার সতীশ সরকারের ছেলে।
নিহত দীপুর মামাতো ভাই সঞ্জয় সরকার বলেন, শুক্রবার তার বোনের গায়ে হলুদ ছিল। এ উপলক্ষে দীপু, প্রসেনজিৎসহ ৬-৭ যুবক দেশীয় মদ পান করেন। শনিবার সকালে দীপু ও প্রসেনজিৎ অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যায় অবস্থায় খারাপ হওয়ায় তাদেরকে দ্রুত হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পরিবারের লোকজন দীপুকে কর্নেল মালেক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ও প্রসেনজিৎকে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাদের মৃত হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত দুজনই অতিরিক্ত মদ পান করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষক্রিয়ায় মারা যান। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।