ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হাল চাষের সময় মিলল কষ্টিপাথর সদৃশ বস্তু

হাল চাষের সময় মিলল কষ্টিপাথর সদৃশ বস্তু

জমি চাষের সময় ফুলবাড়ীয় কষ্টিপাথর সদৃশ বস্তু পাওয়া গেছে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ১৯:৩৫ | আপডেট: ০৫ মার্চ ২০২৪ | ১৯:৩৫

দিনাজপুরের ফুলবাড়ীতে জমি চাষের সময় কষ্টিপাথর সদৃশ একটি বস্তু পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার গড়পিংলাই বাগধরা মোড় এলাকার রায়হান আলী নিজ জমি চাষের সময় পাথরটি পান। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পাথরটি দিনাজপুরের কাহারোলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মূর্তির ভাঙা অংশের মতো দেখতে পাথরটি পেয়ে রায়হান প্রতিবেশী জাহিদুল ইসলাম হেলাল ও আশিককে জানান। পরে তারা গ্রাম পুলিশের কাছে সেটি হস্তান্তর করেন।

গ্রাম পুলিশ রবিউল ইসলাম বলেন, কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে এমন তথ্য পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমালের সঙ্গে কথা বলেন। পরে তাঁর নির্দেশে পাথরটি সংগ্রহ করে ইউএনও অফিসে নিয়ে যান।

ইউএনও তমাল বলেন, এটি কষ্টিপাথরের মূর্তির অংশ কিনা জানতে দিনাজপুরের কাহারোলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানো হয়েছে। তারা এটি সংরক্ষণের পাশাপাশি মূল্য নির্ধারণ করবে। 

আরও পড়ুন

×