ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হারিয়ে যাওয়া শতাধিক মোবাইল ফিরে পেলেন মালিক

হারিয়ে যাওয়া শতাধিক মোবাইল ফিরে পেলেন মালিক

ফাইল ছবি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪ | ০৯:০৫

রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেনের শখের মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছিল প্রায় এক মাস আগে। কখনও ভাবেননি ফোনটি ফিরে পাবেন। বুধবার শখের মোবাইল ফোনটি ফিরে পিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। জেলা পুলিশের তৎপরতায় জাকিরের মতো শতাধিক ব্যক্তি তাদের হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছেন।

বুধবার রাজবাড়ী জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ডেকে এনে ১০৯ জনের হাতে তাদের মোবাইল ফোন তুলে দেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ। 

রাজবাড়ী পুলিশ সুপার বলেন, মানুষের হারিয়ে যাওয়া ফোন উদ্ধারে পুলিশ আন্তরিকভাবেই কাজ করে থাকে। গত কয়েক মাসে প্রায় ৪০০ হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদের এমন কর্মতৎপরতায় দেশের অন্যান্য জেলা থেকেও হারানো ফোন উদ্ধারের অনুরোধ আসছে। নিজেদের সাফল্যে সন্তুষ্টি ও তৃপ্তির কথা জানিয়ে পুলিশ সুপার জানান, জেলা পুলিশ এ কার্যক্রম অব্যাহত রাখবে।

মোবাইল ফোন ফিরে পেয়ে বিস্মিত জাকির হোসেন জানান, তাঁর ফোনটি হারিয়ে যাওয়ার পর তিনি থানায় একটি জিডি করেছিলেন। তবে ফোন ফিরে পাওয়ার আশা কখনও করেননি। 
উদ্ধার করা মোবাইল ফোন মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার প্রমুখ।

আরও পড়ুন

×