ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শ্রমিকের শরীরে আগুন দিয়ে হত্যাচেষ্টা

শ্রমিকের শরীরে আগুন দিয়ে হত্যাচেষ্টা

ছবি: প্রতীকী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪ | ২১:১৫

বগুড়ার আদমদীঘি উপজেলায় নুর ইসলাম মণ্ডল (৫৫) নামে এক চাতাল শ্রমিকের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে সান্তাহার পৌরসভার মতি ও সজল চালকলের সামনে এ ঘটনা ঘটে। নুর ইসলাম সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের নজরুল মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী দমদমা গ্রামের শ্রমিক মাইকেল হোসেন জানান, বুধবার রাতে নুর ইসলাম সাইলো সড়কে একটি চাতালের সামনে চা খেয়ে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি দমদমা মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে সড়কের পাশে নিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যায়।

এ সময় নুর ইসলাম চিৎকার করতে করতে পাশে ডোবার পানিতে ঝাঁপ দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে তাঁর পোশাকসহ শরীরের কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য রনজু ইসলাম ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ইউপি সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রামের বিরোধকে কেন্দ্র করে নুর ইসলামকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দাবি করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তাঁর ছেলে আব্দুল আওয়াল জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মাহাবুবুর রহমানের ভাষ্য, রোগীর শরীরের কিছু অংশ পুড়ে গেলেও অবস্থা আশঙ্কাজনক নয়। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার বলেন, ঘটনার বিষয়টি তিনি জেনেছেন। তবে এখনও মামলা হয়নি।


 

আরও পড়ুন

×