ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রের হাতে পিতার মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রের হাতে পিতার মৃত্যুর অভিযোগ

প্রতীকী ছবি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪ | ১৩:৩০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জের ধরে পুত্রদের হাতে একজন প্রবীণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

নিহতের নাম আব্দুল সালাম (৭৫)। বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলার পৌরসদর পশ্চিমপাড়া গোল মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার রাতেই নিহতের স্ত্রী হাফেজা বেগম তার দুই ছেলে মো. সুমন (৩৪) ও সোহেল (২৬) কে আসামী করে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুই ছেলেকে গ্রেপ্তার করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই পরিবারের মধ্যে সম্পত্তি বণ্টনসহ নানান পারিবারিক কলহের জের ধরে প্রায়ই ঝগড়া হতো। গত বৃহস্পতিবার জায়গা বণ্টন নিয়ে হাফেজা বেগমের সাথে পুত্র সুমন ও সোহেলের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে মা-কে মারধর করতে থাকে তারা। 

পিতা আব্দুল সালাম স্ত্রীকে মারতে দেখে প্রতিবাদ করলে দুই পুত্র তাকেও মারধর করে। এ সময়ে গলা টিপে ধরলে আব্দুস সালাম অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সুমন ও সোহেল দাবি করে তাদের পিতা হার্ট অ্যাটাকে মারা গেছেন।  

নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই মামলা হয়েছে এবং দুই ছেলেকে  গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আমাদের তদন্ত চলমান রয়েছে।

আরও পড়ুন

×