ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভোটের পরিবেশ সন্তোষজনক: ইকরামুল হক টিটু

ময়মনসিংহ সিটি নির্বাচন

ভোটের পরিবেশ সন্তোষজনক: ইকরামুল হক টিটু

নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল কেন্দ্রে ভোট দেন সাবেক মেয়র মো. ইকরামুল হক টিটু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১০:০৩ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১০:০৫

ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোট দিয়েছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। বেলা ৯টায় নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। 

এ সময় তিনি বলেন, ভোটের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও ভালো। দীর্ঘদিন মানুষের জন্য কাজ করায় এবার টেবিল ঘড়ি প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। 

ভোটগ্রহণে ধীরগতি নিয়ে তিনি বলেন, অনেক ভোটারের আঙুলের ছাপ না মেলায় তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হচ্ছে। একজন ভোটার ২ থেকে ৩ বার যদি এই বিড়ম্বনায় পড়ে তার প্রভাব ভোটে পড়তে পারে। বিষয়টির ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 
 

আরও পড়ুন

×