বিচ্ছিন্ন ঘটনায় শেষ হলো শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচন

নির্বাচন চলাকালে একটি কেন্দ্রে দুটি মোটরসাইকেল অগ্নিসংযোগ দেওয়া হয়। ছবি: সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১৭:০৯
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পদের উপনির্বাচনের ভোটগ্রহণ। শনিবার সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।
এদিকে, দুপুর আড়াইটার দিকে উপজেলার শব্দলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পার্শ্ববর্তী কাঞ্জেহারি এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ দেওয়া হয়।
সংঘর্ষের বিষয়ে নারিকেল গাছ প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক বলেন, কাঞ্জেহারী পৌরসভার বাহিরে। কার মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে তা জানি না।
নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার কোনো অভিযোগ নেই।
হ্যাঙ্গার প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুর রহমান রাজু বলেন, মোটরসাইকেলে আগুন দেওয়ার সংবাদ শুনেছি। তবে কার মোটরসাইকেলে আগুন দিয়েছে বা কারা দিয়েছে তা জানি না। শুনেছি তারা বহিরাগত লোক ছিল। তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
নির্বাচনী পরিবেশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে পরে জানাব।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নাটমরিচাই ভুরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৪ নম্বর বুথে ইভিএম মেশিন নষ্ট হয়ে যায়। এ সময় ঘণ্টাখানিক ভোটগ্রহণ বন্ধ থাকে।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, বিকেল ৪টা পর্যন্ত ১১টি কেন্দ্রে আনুমানিক ৬০ শতাংশ ভোট কাউন্ট হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, মোটরসাইকেলে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষের বিষয়ে জানা নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিবগঞ্জ পৌরসভা ১১টি কেন্দ্রে মোট ভোটার ১৯ হাজার ৪৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬৩০ জন ও নারী ভোটার ৯ হাজার ৮৪৩ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এ জন্য তাকে মেয়র পদ থেকে অব্যাহতি নিতে হয়। পরে ওই আসনে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহকে সমর্থন দিলে সংসদ নির্বাচন থেকে সরে আসেন মেয়র মানিক।
পৌরসভার মেয়র পদের এই উপনির্বাচনে দু’বারের সাবেক মেয়র তৌহিদুর রহমান মানিক নারিকেল গাছ প্রতীক এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুর রহমান রাজু হ্যাঙ্গার প্রতীকে অংশ নেন। এছাড়া হামদান মন্ডল জগ প্রতীক ও আব্দুল খালেক মোবাইল ফোন প্রতীকে লড়ছেন।
- বিষয় :
- বগুড়া
- নির্বাচন
- পৌরসভা
- মেয়র পদ
- মেয়র প্রার্থী