ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঘরে আগুন, পুড়ে প্রাণ গেল ঘুমন্ত বৃদ্ধ নারীর

ঘরে আগুন, পুড়ে প্রাণ গেল ঘুমন্ত বৃদ্ধ নারীর

শনিবার ভোরে হঠাৎ ঘরে আগ্নিকাণ্ড হয়। ছবি: সমকাল

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১৯:০৫ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১৯:১১

নোয়াখালীর হাতিয়ায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় ললিতা বালা দাস (৮০) নামে এক নারীর প্রাণ গেছে।  শনিবার ভোরে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সার্বজনীন কালীমন্দিরের পাশে ঘটে এ দুর্ঘটনা। 

ললিতা বালা দাস একই এলাকার মৃত গোপাল কৃষ্ণ দাসের স্ত্রী। এ দম্পতির দুই ছেলে স্ত্রীদের নিয়ে ওমান থাকেন। একমাত্র মেয়ের শ্বশুরবাড়ি পাশের সুবর্ণচর উপজেলায়। বাড়িতে একাই থাকতেন ললিতা বালা। 

স্থানীয় লোকজন জানায়, শনিবার ভোরে হঠাৎ ওই বাড়িতে আগুন দেখতে পান। দ্রুত এগিয়ে এসে প্রতিবেশীরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে এর আগেই পুড়ে মারা যান ললিতা। 

হাতিয়া থানার ওসি জিসান আহমেদ বলেন, স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নারীর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন

×