ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সংসদ নির্বাচনে ভোট না দেওয়ায় নেতাকর্মীকে ধন্যবাদ ড. শাম্মীর

সংসদ নির্বাচনে ভোট না দেওয়ায় নেতাকর্মীকে ধন্যবাদ ড. শাম্মীর

ড. শাম্মী আহমেদ - ফাইল ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১৯:৪৯ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১৯:৪৯

‘আপনাদের ভালোবাসা আমি পেয়েছি, আমাকে ভালোবেসে কেউ কেউ ভোটকেন্দ্রে পর্যন্ত যান নাই। এই ঋণ কীভাবে শোধ করব?’– দ্বাদশ সংসদ নির্বাচনে হিজলা-মেহেন্দীগঞ্জে ভোট দিতে না যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীকে এভাবেই প্রশংসা ও অভিনন্দিত করলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ এমপি।

এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বরিশাল-৪ আসনভুক্ত হিজলা-মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগে। তাঁর এমন বক্তব্য দলবিরোধী বলে মনে করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

সংরক্ষিত আসনের এমপি নির্বাচিত হয়ে শুক্রবার প্রথম হিজলায় যান ড. শাম্মী। এ সময় অনুসারীরা উপজেলা পরিষদ চত্বরে তাঁকে সংবর্ধিত করেন। বক্তৃতায় তিনি গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটদানে বিরত থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

দ্বাদশ সংসদ নির্বাচনে ড. শাম্মী বরিশাল-৪ আসনে দল মনোনীত প্রার্থী ছিলেন। অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব থাকার অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ টানা তৃতীয়বার এমপি হন। দুই উপজেলা আওয়ামী লীগের কমিটিও শাম্মীর নিয়ন্ত্রণে। তিনি নির্বাচনে না থাকায় অনেক অনুসারী ভোট দেননি বলে জানা গেছে। পরে দলের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের এমপি হন এ কেন্দ্রীয় নেতা।

হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বড়জালিয়া ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার পঙ্কজ নাথ এমপির অনুসারী। তিনি জানান, তাঁকেসহ পঙ্কজ অনুসারীদের শাম্মীর সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়নি। অনুসারীরা ভোটকেন্দ্রে না যাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে শাম্মীর বক্তব্য দলবিরোধী। তিনি দলের দায়িত্বশীল পদে থেকে এ কথা বলতে পারেন না। এতে দলের নেতাকর্মী ক্ষুব্ধ হয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ভোটকেন্দ্রে না যাওয়া নেতাকর্মীকে অভিনন্দিত করতে পারেন কিনা জানতে চাইলে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ও হিজলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপুর কাছে শাম্মীর বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে প্রথমে তিনি দাবি করেন, এমপি এমন কথা বলেননি। পরে এমপির বক্তব্যের ভিডিওর কথা বলা হলে টিপু বলেন, ‘আমি ব্যস্ত ছিলাম, এমপির বক্তব্য খেয়াল করে শুনিনি।’

দলের গুরুত্বপূর্ণ পদধারী নেতা হয়ে ভোটকেন্দ্রে না যাওয়া নেতাকর্মীকে ধন্যবাদ জানাতে পারেন কিনা– এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বলেন, নেত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল দলীয় নেতাকর্মী সবাই যেন কেন্দ্রে গিয়ে ভোট দেন। যাতে ভোটার উপস্থিতি বেশি হয়। তিনি এ ধরনের কথা বলে থাকলে নেত্রীর নির্দেশনার বিরোধিতা করেছেন।

ড. শাম্মীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পঙ্কজ নাথ এমপি বলেন, রাজনৈতিক দূরদর্শিতা না থাকায় তিনি এমন বক্তব্য দিয়েছেন। গত নির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৪৪ শতাংশ। এরপরও শাম্মী কীভাবে দাবি করেন, ভোটাররা তাঁর জন্য ভোট দিতে যাননি?

এ বিষয়ে ড. শাম্মী আহমেদ সমকালকে বলেন, নির্বাচনে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন না। স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ দলের নেতাকর্মীর ওপর অত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। তাঁকে কেন ভোট দিতে আওয়ামী লীগ নেতাকর্মী কেন্দ্রে যাবেন– আমি সে কথাই বক্তৃতায় বোঝাতে চেয়েছি। বক্তব্যে দলবিরোধী কিছু ছিল না।

আরও পড়ুন

×