চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

ফাইল ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৪ | ১৭:২১ | আপডেট: ১০ মার্চ ২০২৪ | ১৭:২৮
পাবনার ঈশ্বরদীতে জমজম স্পেশালাইজড হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
রোববার শহরের হাসপাতাল সড়কের ওই বেসরকারি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। মৃত নবজাতকের মা ইসরাত জাহান সিন্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সিন্তার বাবা ইমারত আলী ও পরিবারের সদস্যরা জানান, একবার নরমাল ডেলিভারি আরেকবার সিজারিয়ান অপারেশন করার কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করেন জমজম স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক নাফিসা কবির। তাঁর সিদ্ধান্তহীনতা এবং ভুল চিকিৎসার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে। এদিকে মৃত সন্তান প্রসবের পর ইসরাত জাহান সিন্তার অবস্থাও খারাপ।
ইমারত আলী জানান, মেয়ে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে নাফিসা কবিরের তত্ত্বাবধানে ছিল। পরীক্ষা-নিরীক্ষার পর সন্তান প্রসবের দিন তিনিই ধার্য করেন। তাঁরই পরামর্শে রোগীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তির পর থেকে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা প্রদানে চরম অবহেলা করায় ক্রমে সিন্তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে প্রচুর রক্তক্ষরণ হলে অবস্থা বেগতিক বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে অন্য হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তাৎক্ষণিকভাবে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রোগীর অবস্থার আরও অবনতি হয়। পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ পর্যন্ত রোগীর শরীরে ১৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। সন্তান মারা গেছে, এখন মায়ের জীবনও বিপন্ন।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক নাফিসা কবির জানান, তারা চিকিৎসা প্রদানে কোনো অবহেলা করেননি। রোগীর শারীরিক অবস্থা দুর্বল হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় ও নবজাতক মারা যায়। ওই পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
ঈশ্বরদী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নবজাতকের মৃত্যুর ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।