ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মোংলায় বিদেশি জাহাজের ৬৫ ড্রাম রঙ লুট

মোংলায় বিদেশি জাহাজের ৬৫ ড্রাম রঙ লুট

এমভি বোস ব্রুক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৪ | ১৮:১৫

মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় বিদেশি পতাকাবাহী জাহাজের পেইন্ট স্টোর থেকে অন্তত ৬৫ ড্রাম রঙ লুট করেছে দুর্বৃত্তরা। জাহাজটির মাস্টার (ক্যাপ্টেন) রঙ উদ্ধারে মোংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সহযোগিতা চেয়ে ই-মেইলে বার্তা পাঠিয়েছেন। পরে উদ্ধারকাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ ও অন্যান্য সূত্রে জানা গেছে, ইউরিয়া সার খালাসের জন্য সেন্ট ভিনসেন্টের পতাকাবাহী জাহাজ এমভি বোস ব্রুক গত ২৬ ফেব্রুয়ারি বন্দরে প্রবেশ করে। পশুর চ্যানেলের হারবারিয়া এলাকায় সার খালাস শেষে ৫ মার্চ জাহাজটি বন্দর ত্যাগ করে ১২ নটিক্যাল মাইল দূরে অবস্থান নেয়।

রোববার ভোরে নাবিকরা জাহাজটির চারপাশে প্রচুর মাছ ধরার নৌকা দেখতে পান। এক পর্যায়ে জাহাজের পেইন্ট স্টোরের তালা ভাঙা ও ৬৫টির বেশি রঙের ড্রাম খোয়া যাওয়ার ঘটনা তাদের নজরে আসে।

ক্যাপ্টেন ইয়াহিয়া কাদ্দুরাহ ই-মেইলে জানিয়েছেন, ভেসেলের রক্ষণাবেক্ষণের জন্য রক্ষিত ছিল রঙ। মোংলা বন্দরে আগে এ ধরনের ঘটনা ঘটেনি।

জাহাজটির স্থানীয় এজেন্ট সোর লাইনের খুলনার ম্যানেজার আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজটি বন্দর এলাকা ত্যাগ করে সাগরের বহির্নোঙরে অবস্থান করছিল। তখন এ ঘটনা ঘটেছে। বন্দর ত্যাগ করার পর ঘটায় এ ব্যাপারে এজেন্টের কোনো দায় নেই।

ঘটনাটি বন্দর এলাকা থেকে প্রায় ২৪ কিলোমিটার দক্ষিণে সাগরে ঘটেছে বলে জানান বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, এটি বন্দরের নিয়ন্ত্রণাধীন এলাকা নয়। সে কারণে কিছু করণীয় নেই। তারপরও বন্দরের সুনামের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।

এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেকের বক্তব্য জানতে চাইলে তিনি মিডিয়া উইংয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। পরে মিডিয়া উইং কর্মকর্তা লে. মুনতাসির ইবনে মহসীন বলেন, নৌবাহিনী ও কোস্টগার্ডের পৃথক জাহাজ জাহাজটির আশপাশে অবস্থান করছে। খোয়া যাওয়া সামগ্রী উদ্ধারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

আরও পড়ুন

×