শিক্ষার্থীদের চোখের জলে কর্মজীবনের ইতি টানলেন অধ্যক্ষ অসীম কুমার
ফরিদপুরের রাজেন্দ্র কলেজ

ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪ | ০৫:১০
দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ। দৃষ্টিনন্দন ক্যাম্পাসের একপাশে বিশাল খেলার মাঠ। মাঠের একপাশে শেখ কামাল মুক্তমঞ্চ। সেখানে গ্যালারিতে বসা কলেজের শিক্ষকদের সঙ্গে কয়েকশত শিক্ষার্থী। সবার দৃষ্টি সামনের মুক্তমঞ্চের দিকে। মঞ্চে দাঁড়িয়ে তখন বিদায়ী ভাষণ দিচ্ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা। ১৩ মার্চ তার বর্ণাঢ্য কর্মজীবনের শেষ দিন। তাই একদিন আগেই মঙ্গলবার শিক্ষার্থীদের উদ্যোগে তাকে বিদায়ী সম্মাননা দেওয়া হয়।
নিবেদিতপ্রাণ একজন শিক্ষাগুরুর বিদায় মেনে নিতে যেন কষ্টই হচ্ছিল উপস্থিত শিক্ষার্থীদের। তাদের ছলছল চোখই তা বলে দিচ্ছিল। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে মঙ্গলবার অধিকাংশ শিক্ষার্থী ছুটে এসেছিল ক্যাম্পাসে। কিন্তু বিদায়ের করুণ সুরে সবার হৃদয় ছিল ভরাক্রান্ত, বিষন্নতায় আচ্ছন্ন। হাজারও চোখ সিক্ত হয়েছে অশ্রুজলে।
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে আয়োজিত এ বিদায়ী সম্মাননায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজটির উপাধ্যক্ষ অধ্যাপক এস. এম. আব্দুল হালিম।
বিদায়ী সম্মাননা কমিটির আহ্বায়ক অধ্যাপক চন্দ্রমোহন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গণিত বিভাগের অধ্যাপক ও অধ্যক্ষের সহধর্মিণী রমা সাহা ও রাজেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম।
বিদায়ী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে অসীম কুমার সাহা বলেন, তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, তোমরা ভালো করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও, আত্মনির্ভরশীল ও আত্মপ্রত্যয়ী হও, সৃজনশীল, সৃষ্টিশীল সৎ মানুষ হও, দেশপ্রেমিক হও। তাতে দেশ ও জাতি উপকৃত হবে। মানুষ তোমাদের মনে রাখবে।
অনুষ্ঠান শেষে দুপুরে রাজেন্দ্র কলেজের রিপোর্টার্স ইউনিটি ও নাট্য সংসদের অফিস কক্ষের উদ্বোধন করেন অধ্যক্ষ অসীম কুমার।
এর আগে বিদায় বেলায় তাকে গার্ড অব অনার দেয় কলেজের বিএনসিসি টিম। পরে কলেজটির প্রতিষ্ঠাতা বাবু অম্বিকাচরণ মজুমদারের ম্যুরাল উদ্বোধন করেন অসীম কুমার সাহা। একইসঙ্গে রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠার ইতিহাস সমৃদ্ধ বইয়ের ভাস্কর্যেরও উদ্বোধন করা হয়।
- বিষয় :
- রাজেন্দ্র কলেজ মাঠ