শাহ আমানতে সৌদি ফেরত যাত্রীর কাছে কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪ | ২০:৪৩
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব ফেরত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২২০ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে। শুক্রবার জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী মোহাম্মদ রফিকুল ইসলাম বকুলের কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মুহাম্মদ মাহফুজ আলম জানান, বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটে আসেন রফিকুল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁর ব্যাগ ও শরীরে তল্লাশি চালানো হয়। জুতার ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় এবং পরনের পোশাক ও ব্যাগে ৩২টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়, যার ওজন ১ কেজি ২২০ গ্রাম। ২২ ক্যারেটের এসব স্বর্ণের দাম প্রায় ১ কোটি ২২ লাখ টাকা। স্বর্ণগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- বিমানবন্দর
- স্বর্ণ চোরাকারবারি
- স্বর্ণ
- গ্রেপ্তার