ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রিসোর্টে জুয়ার আসর, ১৪ জন গ্রেপ্তার

রিসোর্টে জুয়ার আসর, ১৪ জন গ্রেপ্তার

আটক ১৪ জন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪ | ২১:৩৫

জুয়া, মাদক ও অবৈধ কর্মকাণ্ডের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট। রিসোর্টের কিছু কর্মকর্তার যোগসাজশে প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলছে এসব অপকর্ম। অবশেষে বৃহস্পতিবার রাত ১২টার দিকে এলেঙ্গা রিসোর্টের বিথিকা কটেজ থেকে তিন লাখ ৩০ হাজার টাকাসহ ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন– কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, এলেঙ্গা রিসোর্টের কর্মচারী সাইফুল ইসলাম, ফজলু সরকার, রফিকুল ইসলাম, রুবেল মিয়া, জুলহাস মিয়া, লোকমান মিয়া, আলমগীর হোসেন, হাবিবুর রহমান, সুজন মিয়া, মনিরুল ইসলাম ও আনোয়ার হোসেন। আটক জুয়াড়িদের বাড়ি টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে।

স্থানীয়দের অভিযোগ– প্রভাবশালীদের ছত্রছায়ায় এলেঙ্গা রিসোর্টের ভেতরে নিয়মিত জুয়ার আসর ও অনৈতিক কাজ চলছে। এ কাজে রিসোর্টের কতিপয় কর্মকর্তা-কর্মচারী সরাসরি জড়িত।

অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় এলেঙ্গা রিসোর্ট ব্যবস্থাপক ফখরুল আলমের সঙ্গে। তবে তিনি তাঁর বাবাকে নিয়ে হাসপাতালে থাকায় কথা বলেত রাজি হননি। পরে রিসোর্টের একটি নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন। কল দিলে বুলবুল আহমেদ নামে একজন বলেন, ‘আমি তো তেমন কিছু জানি না। শুক্রবার দুপুর ২টার দিকে রিসোর্টে আসছি আমি।’ তবে তাঁর দাবি, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ডে রিসোর্টের কেউ জড়িত না।

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসাইন জানান, এলেঙ্গা রিসোর্টে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তিন লাখ ৩০ হাজার টাকা, জুয়া খেলার তাস, সাত প্যাকেট ডন ইউএসএ গোল্ড আলফা কার্ড, ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, শুক্রবার সকালে আটকদের আদালতে পাঠানো হয়েছে।


 

আরও পড়ুন

×