ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

ছবি: সমকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ১০:৫১ | আপডেট: ১৭ মার্চ ২০২৪ | ১১:১৪

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদেও নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক এমএ আফজালের নেতৃত্বে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও সরকারি দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেছে।

এছাড়াও জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

×