মই দিয়ে সড়ক বিভাজক পারাপার: যাত্রীরা বলছেন, পুলিশের গাফিলতিতেই এমন দুভোর্গ

টাকার বিনিময়ে মই দিয়ে পথচারীদের সড়ক বিভাজক পার করা হচ্ছে। ছবি: সংগৃহীত
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৪ | ০২:৪৯ | আপডেট: ১৮ মার্চ ২০২৪ | ০২:৫৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে সড়ক বিভাজক মই দিয়ে পারাপারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, ৫ টাকার বিনিময়ে পথচারীদের মই দিয়ে বিভাজক পার করে দিচ্ছেন এক যুবক। আর বিভাজকের দু’পাশে দ্রুত গতিতে যাচ্ছে বিভিন্ন যানবাহন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে রোববার সন্ধ্যায় আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম মো. রবিউল ইসলাম (২৭)। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার মো. আলতাব হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন।
অন্যদিকে যাত্রীদের অভিযোগ, হাইওয়ে পুলিশের গাফিলতির কারণে দ্রুতগতির লেনে যাত্রী নামাচ্ছে বাসচালক ও সহকারীরা। এতে বাধ্য হয়ে মই বা বহু কায়দা-কসরত করে বিভাজক পার হচ্ছেন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের মাঝামাঝি সময়ে দূরপাল্লার যানবাহনগুলো সরাসরি যেন ঢাকায় যেতে পারে, সেজন্য চার লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে শিমরাইল এলাকা পর্যন্ত উঁচু সড়ক বিভাজক দিয়ে দুই লেন বিভক্ত করে দেওয়া হয়। সেই সঙ্গে আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য আরও দুই লেন রাখা হয়। এতদিন দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যাত্রীদের চলাচলের জন্য সড়ক ও জনপদ (সওজ) কার্যালয়ের সামনে একটি গেট খোলা রাখা হতো।
সেখানে দূরপাল্লার যানবাহনগুলো শিমরাইল মোড়ের যাত্রীদের নামিয়ে দিত। কিন্তু গত দুই মাস ধরে তা বন্ধ করে রেখেছে সওজ কর্তৃপক্ষ। তবে দূরপাল্লার যানবাহনগুলো এখনও ওই স্থানেই যাত্রী নামিয়ে দিচ্ছে। এতে প্রায় সময় যাত্রীরা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এ সুযোগে কয়েকজন অসাধু পরিবহন শ্রমিক সড়ক বিভাজকের দুই পাশে মই দিয়ে টাকার বিনিময়ে যাত্রীদের পার করে দিচ্ছেন।
রোববার বাস থেকে নেমে যাত্রী মো. আবুল কালাম বলেন, শিমরাইল হাইওয়ে পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটলেও পুলিশ চোখে কাঠের চশমা পড়ে থাকে। তারা কিছুই দেখে না।
আবুবকর নামে আরেক যাত্রী বলেন, হাইওয়ে পুলিশ যদি শিমরাইলের প্রতিটি বাস কাউন্টারম্যানদের ডেকে বলত পথচারী সেতুর নিচে হাইওয়েতে কোনো যাত্রী নামাতে পারবে না। তবেই ঝামেলা শেষ হয়ে যেত।
এই নিয়ে গত ১১ মার্চ সমকালে সংবাদ প্রকাশের পর টনক নড়ে হাইওয়ে পুলিশের। বেশকিছু বাসের নামে মামলা ও ২টি বাস ডাম্পিং করা হয়। তবে পরের দিন সেই পুরোনো চিত্র।
তবে এসব অভিযোগ অস্বীকার করেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন। তিনি বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মই উদ্ধার করেছে। ওই যুবককে আমরা আটক করেছি। এ ঘটনায় এএসআই মো. সবুজ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
- বিষয় :
- আটক
- নারায়ণগঞ্জে
- মহাসড়ক