ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সুইডেনের রাজকন্যা কথা বললেন খুলনার নারী উদ্যোক্তাদের সঙ্গে

সুইডেনের রাজকন্যা কথা বললেন খুলনার নারী উদ্যোক্তাদের সঙ্গে

খুলনার কয়রায় নারী উদ্যোক্তাদের সঙ্গে সুইডেনের ক্রাউন প্রিন্সেস (রাজকন্যা) ভিক্টোরিয়া

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ | ১২:২৬

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে খুলনার কয়রায় সফরে গেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস (রাজকন্যা) ভিক্টোরিয়া। হেলিকপ্টারে তিনি মঙ্গলবার সকাল ৯টায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ভিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামেন।

সেখান থেকে প্রথমে তিনি নয়ানি যজ্ঞ মন্দিরের মাঠে ইউএনডিপি’র অর্থায়নে স্থাপিত রেইন ওয়াটার হার্ভেস্টার পরিদর্শনে যান। এ সময় উপকারভোগীদের সঙ্গে তিনি কথা বলেন। পরে শিকারিবাড়ি এলাকায় সিআরএফ প্রকল্পের নারী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন ভিক্টোরিয়া। 

এরপর সড়ক পথে মহারাজপুর ইউনিয়ন পরিষদে ডিজিটাল তথ্য কেন্দ্রের সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলবেন এবং উপজেলা সদরে স্মার্ট পোস্ট অফিসের উদ্বোধন করবেন রাজকন্যা। সবশেষে কপোতাক্ষ মহাবিদ্যালয়ের মাঠ থেকে বেলা ১১টায় হেলিকপ্টারে করে কয়রা উপজেলা ত্যাগ করার কথা রয়েছে তাঁর।

কয়রা থানা পুলিশ জানিয়েছে, তার নিরাপত্তার জন্য উপজেলায় প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করেন।
 

আরও পড়ুন

×