ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে দ্রুতগতির লেনে যাত্রী নামানো থামছে না

একদিনে ৫০ বাসের বিরুদ্ধে মামলা

একদিনে ৫০ বাসের বিরুদ্ধে মামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ফুট ওভারব্রিজের নিচে বাস থামিয়ে যাত্রী নামানো হচ্ছে। বাধ্য হয়ে ৫ ফুট সড়ক বিভাজক পার হতে হচ্ছে যাত্রীদের। মঙ্গলবারের ছবি সমকাল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ২২:৩৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী দ্রুতগতির লেনে বাস থামিয়ে যাত্রী নামানোর ঘটনায় ১০ দিনে ১৫০টি বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবারই হয়েছে ৫০টি মামলা। হাইওয়ে পুলিশের এমন পদক্ষেপেও দ্রুতগতির লেনে যাত্রী নামানো থামছে না। এদিনই বিপুলসংখ্যক যাত্রীকে শিমরাইল এলাকায় নামিয়ে যান বাসচালকের সহকারীরা। পাঁচ ফুট উঁচু সড়ক বিভাজক পার হতে গিয়ে বিপাকে পড়তে হয় তাদের। 

বৃহস্পতিবার দুপুরে শিমরাইলে কথা হয় আবদুল আজিজ নামের এক যাত্রীর সঙ্গে। স্ত্রী রহিমা বেগমকে নিয়ে চট্টগ্রাম থেকে আসা এই বৃদ্ধ বললেন, তারা বাসের সুপারভাইজারকে লোকাল লেনে নিয়ে নিরাপদে নামাতে বলেছেন। কিন্তু সেই কথার তোয়াক্কা না করেই দ্রুতগতির লেনে নামিয়ে চলে যায়। 

আজিজ বলেন, ‘আমরা বুড়া মানুষ, এতো উঁচু দেওয়াল পার হবো কীভাবে বুঝতে পারছি না।’

৮ লেনের এ মহাসড়কের দুটি করে চারটি লেন দ্রুতগতির। দুই পাশে সার্ভিস রোড হিসেবে পরিচিত লোকাল লেন রয়েছে আরও দুটি করে চার লেন। ঢাকাগামী দূরপাল্লার বাসগুলোর শিমরাইলে যাত্রী নামানোর জন্য কাঁচপুর সেতু পার হয়েই লোকাল লেনে চলে আসার কথা। কিন্তু চালকদের ভাষ্য, ওই লেনে স্থানীয় যানবাহনের কারণে জট লেগে থাকে। এতে সময় নষ্ট হয়। এ কারণে কেউই লোকাল লেনে যেতে চান না। 

শিমরাইল এলাকার স্কুলশিক্ষক মো. কামাল হোসেন মনে করেন, দ্রুতগতির লেনে এভাবে বাসযাত্রীদের নামিয়ে দেওয়া পুরোপুরি ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় এখানে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

পরিদর্শনে কর্মকর্তারা

বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের শিমরাইল অংশ পরিদর্শনে আসেন হাইওয়ে পুলিশের অতিরিক্তি ডিআইজি নাবিলা জাফরিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলামসহ র‍্যাব-১১ ও পুলিশের কর্মকর্তারা। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকাগামী  দ্রুতগতির লেনে দূরপাল্লার বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ার বিষয়ে নাবিলা আফরিন উদ্বেগ প্রকাশ করেন। তিনি জনসাধারণের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি মাথায় রেখে ওই অংশের সড়ক বিভাজকে কাঁটাতারের বেড়া স্থাপনের জন্য নারায়ণগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌসের প্রতি আহ্বান জানান। এ সময় শাহানা ফেরদৌসী জানান, বিষয়টি নিয়ে তাঁর দপ্তর ইতোমধ্যে কাজ শুরু করেছে। শিগগিরই সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। 

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানিয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, ‘দ্রুতগতির লেনে কোনো বাস যেন যাত্রী নামাতে না পারে– সেজন্য আমরা সজাগ রয়েছি।’ তিনি ১১ মার্চ থেকে শুরু হওয়া অভিযানে ১৫০টি বাসের বিরুদ্ধে মামলার তথ্য দেন। এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, কাগজপত্র না থাকায় আরও বেশ কয়েকটি গাড়ি আটক করা হয়েছে। সেই সঙ্গে ঢাকাগামী বাস যেন লোকাল লেনে যাত্রীদের নিরাপদে নামাতে পারে, সে জন্য শিমরাইলের লোকাল লেন পুরোপুরি পরিষ্কার রেখেছেন তারা। 

আরও পড়ুন

×