প্রবীণ নিবাসে ছাত্রলীগ নেতাকর্মীর ইফতার

চট্টগ্রামের রাউজানের আমেনা বশর বৃদ্ধাশ্রমে বুধবার ছাত্রলীগের ইফতার সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ২২:৪৬
প্রবীণ নিবাসে জীবনের শেষ দিনগুলো কাটান বৃদ্ধরা। পরিবার-পরিজন ছেড়ে নিঃসঙ্গ চলাফেরা ও খাওয়া-দাওয়া করতে হয়। এতে পুরোটা সময় তাদের তেতো মনে হয়। ক্ষণিকের জন্য সেই তেতো ভাব কাটাতে উদ্যোগ নিয়েছিলেন চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার তাদের কয়েকজন রাউজান উপজেলার নোয়াপাড়ায় অবস্থিত আমেনা বশর বৃদ্ধাশ্রমে ইফতার করেন। তাদের কোলাহলে কিছুক্ষণের জন্য হাসি-আনন্দে ভরে ওঠে হতভাগ্য প্রবীণদের এই আবাসস্থল। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পলাশ।
এই ছাত্রলীগ নেতা বলেন, শিক্ষার্থীদের এভাবে কাছে পেয়ে জীবনসায়াহ্নে পরিবার থেকে আলাদা থাকা মানুষ অন্যরকম আনন্দে মেতে ওঠেন। নেতাকর্মীর সঙ্গে ইফতারে অংশ নেন আমেনা বশর বৃদ্ধাশ্রমের ৪৮ প্রবীণ। নাতির বয়সী শিক্ষার্থীদের দেখে তারা খুশিতে যেমন হেসেছেন, আবার নিজের পরিবারের কথা ভেবে দুঃখ-কষ্টে কেঁদেছেন।
আনোয়ার পলাশ বলেন, ‘আমাদের সমাজব্যবস্থায় পরিবার থেকে নিগৃহীত প্রবীণরাই বৃদ্ধাশ্রমে থাকেন। স্বজন থেকে আলাদা থাকার যে জীবনধারা, সেটা আমাদের সমাজে খুব একটা সহজ নয়। আবার আমাদের মধ্যেও অনেকে আছেন যারা পড়াশোনার প্রয়োজনে পরিবার থেকে আলাদা থাকি। ছোট পরিসরে এই দুই বয়সের একই হাহাকার নিয়ে থাকা কিছু মানুষকে একদিন পারিবারিক আবহে ইফতার করার সুযোগ করে দিতেই এই আয়োজন। আসলে এটা একটা অন্যরকম অনুভূতি। আমরা কথা দিয়েছি, মাঝেমধ্যে তাদের সঙ্গে দেখা করতে যাব।’
ইফতারে হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন শাহারিয়ার সুমন, রাকিবুল শাহ রাকিব, আবদুল্লাহ আল সাজিদ সিয়াম, শিমলা দত্ত তন্বী, নাজিম উদ্দিন, আবদুস সোবহান, এম এ মনির, রাবেয়া বসরি লিজা, মোহাম্মদ শাহারিয়ার, লায়লা সিকদার লিপি, আনিকা সুলতানা, তুসমিতা আক্তার, রাজীব মাহমুদ, রাসেল আহম্মেদ, জালাল উদ্দীন মুহাম্মদ জোবায়ের, মোহাম্মদ সায়েদ উদ্দিন শাহ প্রমুখ।
- বিষয় :
- ইফতার পার্টি