যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহত জিল্লুর রহমান শিমুল। ছবি: সংগৃহীত
যশোর অফিস
প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ২৩:৫২
যশোর সদর উপজেলায় জিল্লুর রহমান শিমুল (৪২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল গোবিলা গ্রামের সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমানের ছেলে। তিনি চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমুলকে কুপিয়ে গুরুতর জখম করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। তার চিৎকার শুনে এলাকার লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, এলাকার চিহ্নিত সন্ত্রাসী বুলবুল ও নাইমের নেতৃত্বে শিমুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ বলছে, অভিযুক্ত বুলবুল ও নাইম এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক নিয়ামত উল্লাহ জানান, নিহত শিমুল স্বেচ্ছাসেবক লীগের চুড়ামনকাটি ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন।
নিহতের ভাই রাকিব হাসান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শিমুলকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, যশোরের চুড়ামনকাটিতে শিমুল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে। নিহত শিমুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
- বিষয় :
- যশোর
- খুন
- হত্যা
- সেচ্ছাসেবক লীগ