ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফসলি জমিতে পুকুর খনন

এমপির ফেসবুক লাইভের পর প্রশাসনের অভিযান

এমপির ফেসবুক লাইভের পর প্রশাসনের অভিযান

ছবি: সমকাল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪ | ২১:২৩

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নাটোরের গুরুদাসপুরে চলছিল তিন ফসলি জমিতে পুকুর খনন। স্থানীয় প্রশাসনকে বার বার বলেও তা বন্ধ করা যাচ্ছিল না। শুক্রবার দুপুরে ফেসবুক লাইভে এ বিষয়ে ক্ষোভ ঝাড়েন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এরপর শনিবার তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
 
শনিবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর, জ্ঞানাদানগর ও সুইচ গেইট এলাকায় পুকুর খনন কাজে ব্যবহৃত ৭টি এক্সভেটর মেশিনের ১৩টি ব্যাটারি জব্দ করা হয়। একইসঙ্গে পুকুর খননে জড়িত দুইজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার। পরে তিনি বলেন, ‘যতক্ষণ গুরুদাসপুরে ফসলি জমিতে পুকুর খনন বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে।’

এমপি ডা. সিদ্দিকুর রহমান ফেসবুক লাইভে বলেন, ‘আজকে দুই কোদাল কেটে, দুই দিন বৃষ্টির পর ওটাকে পুকুর বলে চালানো হচ্ছে। আমি ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), ওসিসহ সব দায়িত্বশীলকে বলেছি (মাটি খনন) বন্ধ করার জন্য। আপনারা যদি আইন বাস্তবায়ন করতে না পারেন, তাহলে দায়িত্ব ছেড়ে দেন। অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে চলে যান।’ ফেসবুক লাইভে তিনি আরও বলেন, ‘হাইকোর্টের নিষেধ অমান্য করে দুই উপজেলায় কৃষিজমিতে পুকুর খনন করে, সরকারি রাস্তা নষ্ট করে মাটি বিক্রি হচ্ছে। বিভিন্নভাবে বড়াইগ্রাম উপজেলায় প্রায় ৯৫ শতাংশ মাটি কাটা বন্ধ করা গেলেও অদৃশ্য কারণে গুরুদাসপুরে বন্ধ করা যায়নি। প্রতিনিয়ত তিন ফসলি কৃষিজমি নষ্ট করে পুকুর খনন করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে একাধিকবার বলেও কোনো ফল পাওয়া যায়নি।’

যারা পুকুর খনন করছে, তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির ঘোষণা দিয়ে এমপি বলেন, ‘আমি দায়িত্বশীলদের বলছি, এটি বন্ধ করুন। তা না হলে আমার জনগণকে বলতে বাধ্য হবো, পেট্রোল দিয়ে ভেকু মেশিন ও ট্রাক্টর পুড়িয়ে দিন। মামলা-হামলা যা আছে, তা আমি দেখব বা আমাদের রাষ্ট্র দেখবে। কারণ রাষ্ট্রের সম্পদ এই দস্যুরা নষ্ট করছে। এই সম্পদ আমরা নষ্ট হতে দেব না।’

আরও পড়ুন

×