ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হিলিতে পেঁয়াজের দাম কমলো ১০ টাকা

হিলিতে পেঁয়াজের দাম কমলো ১০ টাকা

হিলি বাজারে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ছবি: সমকাল

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ০৪:৩৩

দু’দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ভারত রপ্তানি বন্ধ ঘোষণা করায় ফের বাজার অস্থির হতে পারে বলে আশঙ্কা অনেকের।

রোববার হিলি বাজার ঘুরে দেখা যায়, দু’দিন আগে খুচরায় যে পেঁয়াজের দাম ছিল ৬০ টাকা, এখন তা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতা মমিনুল ইসলাম বলেন, গত সপ্তাহে ৭০ টাকা কেজি পেঁয়াজ কিনেছেন। রোববার কেনেন ৫০ টাকায়।

বিক্রেতা আনোয়ার হোসেনের ভাষ্য, রমজানের আগে পেঁয়াজ মান ভেদে ৯০-১০০ টাকা কেজি বিক্রি হয়েছে। রমজান শুরুর পর দাম কমতে থাকে। সব শেষ ৬০ টাকায় গিয়ে ঠেকে। তবে দু’দিন ধরে ৫০ টাকা দরে বিক্রি করছেন তারা।
পাইকারি দাম কমায় খুচরায়ও কমেছে বলে জানান আরেক বিক্রেতা মোকারম হোসেন। তিনি বলেন, চলতি মাসে ভারতের রপ্তানি নিষেধজ্ঞা শেষ হলে এপ্রিল থেকে আমদানি হওয়ার কথা ছিল। তবে তারা রপ্তানিতে ফের নিষেধাজ্ঞা দেওয়ায় আমদানি না হলে দাম বাড়তে পারে।

জানা গেছে, অভ্যন্তরীণ সংকটের কারণ দেখিয়ে গত বছরের ৯ ডিসেম্বর থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এর পর বাজার অস্থির হয়ে পড়ে। দাম বেড়ে ১২০-১৩০ টাকা পর্যন্ত হয়েছিল।


 

আরও পড়ুন

×