ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

পায়রা বন্দর

সহকারী পরিচালকসহ ১৪ পদে নিয়োগে অনিয়মের তদন্ত শুরু

সহকারী পরিচালকসহ ১৪ পদে নিয়োগে অনিয়মের তদন্ত শুরু

ফাইল ছবি

পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ০৪:৪৬

পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের অধীনে অস্থায়ী ভিত্তিতে ১৪টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি-অনিয়মের তদন্ত শুরু করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-২) শেখ মো. শরীফ উদ্দিনের স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

গত ১৯ মার্চ নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পায়রা বন্দর চেয়ারম্যানকে এ নোটিশ দেওয়া হয়। দুই কার্যদিবসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তা-কর্মচারীদের নাম ও পদবিসহ তথ্যের সত্যায়িত কপি পাঠাতে বলা হয়েছে। 

এর আগে বন্দর কর্তৃপক্ষের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি-অনিয়ম বিষয়ে দুদকের মহাপরিচালক বরাবর অভিযোগ পাঠিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগে বলা হয়, পায়রা বন্দরে সহকারী পরিচালক (হিসাব), ইঞ্জিনচালক, সহকারী ট্রাফিক ইন্সপেক্টর, সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, প্রধান সহকারী, ব্যক্তিগত সহকারী, স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সুকানি, অফিস সহায়ক, নিরাপত্তারক্ষীসহ রাজস্ব খাতের ১৪টি পদে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ ব্যাপারে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী জানান, তদন্তের বিষয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষ অবগত নেই। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-২) শেখ মো. শরীফ উদ্দিন এক চিঠিতে এ-সংক্রান্ত কাগজপত্র চেয়েছেন। শুধু এটুকুই জানেন তারা। 


 

আরও পড়ুন

×