হেঁটে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ ভুটানের রাজার

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক বুধবার পদ্মা সেতু পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছবি: পিআইডি
মুন্সীগঞ্জ ও আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৪ | ০৬:৩৩ | আপডেট: ২৮ মার্চ ২০২৪ | ১৪:০২
সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক গতকাল বুধবার পদ্মা সেতু ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন। সকাল ৯টা ১০ মিনিটে তিনি পদ্মা সেতু পরিদর্শনে এসে নিজের মুগ্ধতার কথা জানান। পরে ভুটানের রাজা হেঁটে সেতুর সৌন্দর্য উপভোগ করেন বলে জানিয়েছেন লৌহজংয়ের ইউএনও জাকির হোসেন।
পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রজব আলী জানান, ভুটানের রাজার গাড়িবহর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করে। মাঝামাঝি সেতুর ১৮ নম্বর পিয়ারের কাছে গাড়ি থেকে নেমে তিনি প্রায় ১০ মিনিট বসন্তের রোদের মধ্যে হেঁটে সৌন্দর্য উপভোগ করেন। এর পর তিনি শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান। ভুটানের রাজা মাওয়ায় সেতুর সার্ভিস এরিয়া-২-এ পৌঁছলে সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন অভ্যর্থনা জানায়। এ সময় সেতু সম্পর্কে তাঁকে ব্রিফ করেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ভুটানের রাজার সঙ্গে ছিলেন।
পদ্মা সেতুর পর ভুটানের রাজা নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন। তিনি অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন। এ সময় জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম বাবু বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন তুরস্কের একটি কারখানা পরিদর্শন করেন ভুটানের রাজা। এর পর প্রতিনিধিদের নিয়ে তিনি সিঙ্গার রেফ্রিজারেটর কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন জানান, কুড়িগ্রামে একই ধরনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে। ভুটানের রাজা সেখানে বিনিয়োগে আগ্রহী। আমরা দেশটির সঙ্গে ভালো অংশীদারিত্ব গড়তে চাইছি।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- পদ্মা সেতু
- ভুটানের রাজা