ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ত্রিশালে বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৩

ত্রিশালে বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৩

দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি-সমকাল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪ | ১৪:৫৪ | আপডেট: ২৮ মার্চ ২০২৪ | ১৫:১৭

ময়মনসিংহের ত্রিশালে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী। 

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকার সাইফুল কমিশনারের বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রামের এনামূল হকের মেয়ে রুবাইয়া তাসনিম (২) বগুড়া জেলার বাসিন্দা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সালমান আজাদী (২৫) ও শরিফুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তি ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার ময়না পরিবহনের একটি বাস ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে আবারও ঢাকায় ফেরার জন্য ত্রিশালে সব যাত্রী নামিয়ে দেয়। পরে বাসটি পৌর শহরের দরিরামপুর এলাকার সাইফুল কমিশনারের বাসার সামনে দিয়ে বাসটি ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ হতে ত্রিশালগামী যাত্রীবাহী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রুবাইয়া তাসনিম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সালমান আজাদী ও শরিফুল ইসলাম (৩৩) নামে আরও দুজনের মৃত্যু হয়।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া জানান, শিশু রুবাইয়া তাসনিমের মরদেহ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  এবং সালমান আজাদী ও শরিফুলের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজে রাখা আছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হলেও বাস চালক পালিয়ে গেছেন।

আরও পড়ুন

×