ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জয়পুরহাটে সোয়া ২ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ২

জয়পুরহাটে সোয়া ২ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ২

আটক দুই চোরাকারবারি। ছবি-সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ১২:৫০

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণবার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। সেইসঙ্গে দুই পাচারকারীকেও আটক করেছে। শুক্রবার সন্ধ্যায় হাটখোলা সীমান্তে অভিযান চালিয়ে ২০টি স্বর্ণবারসহ তাদের আটক করা হয়। 

শনিবার সকালে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। 

আটকরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের আব্দুল ওহাব (৪২) ও মেহেদি হাসান পাপ্পু (২৬)। 

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুঁইয়া জানান, শুক্রবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকা হয়ে অবৈধ পথে পার্শ্ববর্তী ভারতে ২০টি স্বর্ণবার পাচারের চেষ্টা করছেন দুই যুবক, এমন খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় ২০টি স্বর্ণবার (যার ওজন দুই কেজি) সহ তাদের আটক করা হয়।  

তিনি আরও জানান, আটকদের কাছে স্বর্ণবারের পাশাপাশি ব্যবহারকৃত মোটরসাইকেল, দুইটি সিমকার্ড, দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত ২০টি স্বর্ণবারের বর্তমান বাজার মূল্যে প্রায় ২ কোটি ২৯ লাখ ২১ হাজার ৬৪ টাকা। আটকদের বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে আরও একটি চোরাচালান আইনে মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×