র্যাবের অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

ছবি- সমকাল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ১৫:০৪ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ | ১৬:০১
ফেনী এবং চট্টগ্রামে র্যাবের দুই অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিল উদ্ধার হয়েছে। সেই সাথে গ্রেপ্তার হয়েছেন তিনজন।
গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের পটিয়ার নেজাম উদ্দিন ও নুরুল আলম ও মিরসরাই উপজেলার সৈদালী গ্রামের হাসিনা আক্তার।
র্যাবের দুইটি পৃথক অভিযানে এই তিনজনের থেকে ৫৪১ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এর পাশাপাশি একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী র্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম সমকালকে জানিয়েছেন, অভিযান দুইটি ফেনীর মহিপালের মহাসড়ক ও চট্টগ্রামের মিরসরাইয়ে পরিচালিত হয়।