ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গৌরনদীতে প্রতিবন্ধীদের সম্মানে ইফতার ও দোয়ার অনুষ্ঠান

গৌরনদীতে প্রতিবন্ধীদের সম্মানে ইফতার ও দোয়ার অনুষ্ঠান

বিজয়পুর এলাকায় ইফতার ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। ছবি: সমকাল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ১৫:৩১ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ | ১৫:৫০

বরিশালের গৌরনদীতে প্রতিবন্ধীদের কল্যাণে নিবেদিত বেসরকারি উন্নয়ন সংস্থা হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এইচডিও) উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় প্রতিবন্ধীদের সম্মানে এক ইফতার ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এলাকার অর্ধশতাধিক পুরুষ ও নারী প্রতিবন্ধীদের নিয়ে শুক্রবার বাদ আছর উপজেলা সাদরের উত্তর বিজয়পুর এলাকায় সংস্থাটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় ইফতার পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংস্থাটির সাধারণ সম্পাদক দৃষ্টি প্রতিবন্ধী মো. কবির হাওলাদারের সঞ্চালনায় ও সংস্থাটির সভাপতি এম. দেলোয়ার রনির সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অর্ধ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, প্রবণ প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×