‘শেখ হাসিনা নেতৃত্বে থাকলে ঝড়-ঝঞ্ঝা আমাদের মাথা নোয়াতে পারবে না’

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ১৬:০০ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ | ১৬:০৯
শেখ হাসিনা নেতৃত্বে থাকলে ঝড়-ঝঞ্ঝা আমাদের মাথা নুয়াতে পারবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত মানবদরদী, একজন মানবিক নেত্রী। তিনি মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবেন। যতদিন শেখ হাসিনা আমাদের নেতৃত্বে থাকবেন, ততদিন কোনো ঝড়-ঝঞ্ঝা আমাদের মাথা নোয়াতে পারবে না।
আজ শনিবার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে সমবেত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।
তিনি বলেন, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন। সুতরাং এই যে ঝড়-বাদল, অনাবৃষ্টি, খড়া এসবের মধ্য দিয়েই আমাদের বাঁচতে হবে। বসবাস করতে হবে।
প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাতে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে শতাধিক বসতঘর বিধ্বস্ত এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।