ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘ডাকাত সর্দার’ তুহিন ১১ বছর পর গ্রেপ্তার

‘ডাকাত সর্দার’ তুহিন ১১ বছর পর গ্রেপ্তার

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪ | ১২:১৫ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ | ১২:৩১

মানিকগঞ্জের সিংগাইরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত দলের সর্দারকে ১১ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাতে সিংগাইর থানাধীন চন্ডিপাড়া এলাকায় র‍্যাব-৪ এর একটি দলের অভিযানে ডাকাত সর্দার তুহিন নজরুলকে (৪০) গ্রেপ্তার করা হয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৪। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে সে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার ও অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ, সাভার, আশুলিয়াসহ আরিচা মহাসড়কে দেশি বিদেশি অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করছিলো।

এর আগে তুহিন নজরুলকে গত ২০১৩ সালের ১৩ এপ্রিল অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। সে সময়ে তুহিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরও পড়ুন

×