তরুণীকে আটকে রেখে ধর্ষণ, স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার বিরুদ্ধে মামলা

ছবি: প্রতীকী
সিলেট ব্যুরো
প্রকাশ: ৩১ মার্চ ২০২৪ | ২২:৩৫ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ | ২২:৩৬
সিলেটে কাজ দেওয়ার কথা বলে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার ওই দুই নেতাসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আসামিরা হলেন– ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নগরীর লালদীঘিরপাড় ৭০ নম্বর বাসার গাজী আবদুর রহিমের ছেলে আবদুস সালাম এবং দলের সদস্য একই এলাকার ২৭ নম্বর বাসার ইশাদ মিয়ার ছেলে আবদুল মনাফ। মামলার আরেক আসামি হলেন নগরীর ঘাসিটুলার মতিন মিয়ার কলোনির বাসিন্দা রেখা বেগম।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ‘ভালো কাজ’ দেওয়ার কথা বলে ঘাসিটুলার মতিন মিয়ার কলোনির বাসিন্দা রেখা বেগম আবদুস সালামের হাতে তাঁর মেয়েকে তুলে দেন। এর পর দুই দফা ওই তরুণীকে আটকে রেখে ধর্ষণ করা হয়। গত ২৬ মার্চ এক আত্মীয়ের মাধ্যমে কৌশলে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
রোববার রাতে কোতোয়ালি থানার পরিদর্শক সুমেন চৌধুরী জানান, আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।
- বিষয় :
- সিলেট
- ধর্ষণ
- সেচ্ছাসেবক লীগ