ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জনতা ব্যাংকের ভল্ট লুটে ৫ কর্তার নামে দুদকের মামলা

জনতা ব্যাংকের ভল্ট লুটে ৫ কর্তার নামে দুদকের মামলা

ছবি-সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪ | ১৯:১৩

জনতা ব্যাংক পিএলসির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই শাখার ভল্ট থেকে পাঁচ কোটি সাড়ে ২২ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মামলা হয়েছে। এতে আর্থিক প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তাসহ ৯ জনকে আসামি করা হয়েছে। আইনি পদক্ষেপটি নিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত পাবনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল। 

তিনি নিজ দপ্তরে সোমবার মামলাটি করেন বলে বুধবার জানিয়েছেন ওই দপ্তরের উপ-পরিচালক খায়রুল হক।

এজাহারভুক্ত আসামিরা হলেন- শাখা ব্যবস্থাপক আল আমিন শেখ, সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম, সাবেক ক্যাশ-ইন-অফিসার খালেদ ইউনুছ, অফিসার রাশেদুল হাসান ও ক্যাশ অফিসার শাহ মখদুম উদ্দৌলা। এ ছাড়া যোগসাজসের অভিযোগে অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে বিবাদী করা হয়েছে।

গত ২৪ মার্চ অডিটে জনতা ব্যাংকের ওই শাখার ভল্ট থেকে পাঁচ কোটি সাড়ে ১২ লাখ টাকা আত্মসাতের তথ্য জানা যায়। পরদিন এ ঘটনায় বেলকুচি থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির সিরাজগঞ্জ এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম। সেটি জিডি আকারে লিপিবদ্ধ করে এবং দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ে স্থানান্তর করে বেলকুচি থানা।

ইতোমধ্যে এ ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন শাখা ব্যবস্থাপক আল আমিন, সহকারী ব্যবস্থাপক রেজাউল ও অফিসার রাশেদুল।

খায়রুল হক বলেন, মামলা হওয়ার পরদিনই তদন্ত শুরু হয়েছে। দুদক সমন্বিত পাবনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরকে অভিযোগটি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×