ঘুষের টাকা ফেরত দিতে চান অফিস সহকারী
দেবীগঞ্জ ভূমি অফিসে অনিয়ম

ছবি: সংগৃহীত
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ০২:৩২ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ | ০৯:৩৬
দেবীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী (নাজির) সুমন আলীর বিরুদ্ধে ঘুষ দাবি ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন তিন ভুক্তভোগী। বিষয়টি জানাজানি হলে সুমন আলী এক ভুক্তভোগীকে টাকা ফেরত দিয়ে বিষয়টি মীমাংসা করতে চাইলেও বাদী অভিযোগের বিষয়ে তাঁর অবস্থান বদলাননি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের জানিয়েছেন, এ বিষয়ে সহকারী কমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে লিখিত অভিযোগের দুই মাস পার হলেও তদন্তে অগ্রগতি হয়নি জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানা যায়, গত ২২ ও ২৫ জানুয়ারি দেবীডুবা ইউনিয়নের ভবেন্দ্রনাথ রায়, বিপুল সরকার ও রুবেল সরকার দেবীগঞ্জ ভূমি অফিসের নাজির সুমনের বিরুদ্ধে ঘুষ নেওয়া ও হয়রানির অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ থেকে জানা গেছে, দেবীডুবা ইউনিয়নের ভবেন্দ্রনাথ রায় গত বছর ১৩ জুন ভূমি অফিসে খারিজ বাতিলের আবেদন করেন। ৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য হয়। সেদিন ভূমি অফিসে গেলে অন্য তারিখ দেওয়া হয়। এভাবে তিনটি ভিন্ন দিনে আসতে বলা হলেও তাঁর শুনানি করা হয়নি। পরে নাজির সুমন তাঁর কাছে বিশ হাজার টাকা দাবি করলে তিনি অগ্রিম পাঁচ হাজার টাকা দেন। টাকা নেওয়ার পরেও নাজির তাঁর কাজ না করায় ডিসি’র কাছে অভিযোগ করেন।
ভবেন্দ্রনাথ রায় বলেন, ডিসি অফিসে অভিযোগ দেওয়ার পর নাজির টাকা ফেরত দিয়ে কাজ করে দেবেন বলে আশ্বাস দেন। আমি তাঁর কথায় রাজি হয়নি। তদন্তে যা হয় সেটিই আমি মেনে নেব।
তবে অভিযোগ অস্বীকার করেছেন নাজির সুমন আলী। তাঁর ভাষ্য, জমি খারিজ করার এখতিয়ার তিনি রাখেন না। এসিল্যান্ড কাগজপত্র দেখে খারিজ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা শরীফুল আলম বলেন, ‘ভবেন্দ্রনাথের খতিয়ানে ভুল থাকায় খারিজ বাতিলের আবেদনটি সুরাহা হয়নি। নাজিরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো চিঠি পাইনি।’
- বিষয় :
- পঞ্চগড়
- ঘুষ
- ভূমি অফিসের কর্মকর্তা
- তদন্ত
- দুর্নীতি