সাংবাদিকের বাড়িতে চুরি

প্রতীকী ছবি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ০৩:২৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিল্প পুলিশের পরিদর্শকের বাড়িতে চুরির পর এবার এক সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গুতিয়াব এলাকায় এ ঘটনা ঘটে।
দৈনিক যুগান্তর ও আনন্দ টিভির প্রতিনিধি রাসেল মাহমুদ জানান, তাঁর গ্রামের বাড়ি গুতিয়াবতে সাধারণত রাতে কেউ থাকেন না। তবে সপ্তাহে তিন দিন থাকা হয়। এ সুযোগে তাঁর বাড়ির বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে সব আলমারির তালা ভেঙে ফেলে চোর। ঘরে থাকা দুটি পুরোনো মোবাইল ফোন, ৫ ভরি স্বর্ণালংকার, হীরার নাকফুলসহ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে জাঙ্গীর এলাকায় শিল্প পুলিশ পরিদর্শক আশুলিয়া অঞ্চলে দায়িত্বরত কর্মকর্তা নাজমুল ইসলামের বাড়িতে জানালার গ্রিল কেটে চুরি হয়।
রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, চুরি করা মালপত্র উদ্ধার ও চোরের দলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জে