ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ঈদযাত্রায় অনিরাপদ যানবাহনে যাতায়াত না করার আহ্বান

চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শনে অতিরিক্ত আইজিপি

ঈদযাত্রায় অনিরাপদ যানবাহনে যাতায়াত না করার আহ্বান

ছবি- সমকাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ১৪:১৫ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ | ১৫:৩৪

এবারের ঈদযাত্রায় অনিরাপদ যানবাহনের যাতায়াত না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান।

তিনি বৃহস্পতিবার দুপুরে ঈদযাত্রা স্বস্তিদায়ক করার লক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা অনেক সময় পিকআপ ভ্যানে, খোলা ট্রাকে ও পণ্যবাহী যানবাহনে যাতাযাত করে। এতে জীবনের অনেক ঝুঁকি থাকে। তাই এসব যানবাহনে উঠে নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলবেন না।

এবারের ঈদযাত্রায় এসব অনিরাপদ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ মোতায়েন থাকবেন বলে জানান তিনি।

এ সময় তিনি ড্রোন দিয়ে চন্দ্রা ত্রিমোড় এলাকা পর্যাবেক্ষণ করার জন্য তিনটি ড্রোন উদ্বোধন করেন।

এ সময় ডিআইজি মাহফুজুর রহমান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার (গাজীপুর ট্রাফিক) নাজমুুস সাকিব, কালিয়াকৈর থানার ওসি এএফএম নাছিম, নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×