মসজিদের অজুখানা থেকে ভেসে এলো নবজাতকের কান্না

নবজাতককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪ | ০৫:১১
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার একটি মসজিদের অজুখানা থেকে মধ্যরাতে ভেসে আসে নবজাতের কান্নার শব্দ। পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করেন মসজিদের লোকজন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামে এ ঘটনা ঘটে।
সাহেদলের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে দু’জন লোক একটি সাদা মাইক্রো নিয়ে আসে। শিশুটিকে রেখে তাদের দ্রুত চলে যেতে দেখেছে মসজিদের পাশের বাড়ির একটি ছেলে।
সিভিল সার্জন সাইফুল ইসলাম জানিয়েছেন, শিশুটির বয়স ৭ দিন। সে সুস্থ আছে। চিকিৎসক, নার্সসহ সবাই ওর পরিচর্যা করছেন। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান সুমন জানান, কেউ শিশুটিকে নিতে চাইলে আইনি প্রক্রিয়া মেনে আবেদন করতে পারবেন।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- নবজাতক
- নবজাতক উদ্ধার