ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরিদপুরে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে: এ. কে. আজাদ

ফরিদপুরে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে: এ. কে. আজাদ

ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য এ. কে. আজাদ

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪ | ১৭:২০

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ বলেছেন, আগামী পাঁচ বছর পর ফরিদপুরে ঘরে ঘরে চাকরির নিশ্চয়তা দেওয়া হবে। তখন আর কাউকে ত্রাণ নিতে আসতে হবে না। ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চত্বরে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ফরিদপুরের গেরদাতে আমি একটি কারিগরি ট্রেনিং সেন্টার খুলেছি। সেখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের প্রতিদিনের যাতায়াত ভাড়া ও বিনামূল্যে খাবার দেওয়া হয়। ট্রেনিং শেষে চাকরি দিয়ে সর্বনিম্ন ১৫ হাজার টাকার বেতনে ঢাকায় পাঠানো হচ্ছে। 

ত্রাণ নিতে আসা স্থানীয়দের উদ্দেশে সংসদ সদস্য বলেন, আপনার সন্তান যখন মাসে ১৫ হাজার টাকা বেতন পাবে তখন কি আর এই ত্রাণ সহায়তা নিতে ২ ঘণ্টা রোদের মধ্যে বসে থাকতে হবে? হবে না। আগামী ৫ বছরের মধ্যে আমার আসনের সকল বেকার ছেলে-মেয়েদের চাকরি দিয়ে এ আসনের প্রতিটা ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠা করবো। আপনাদের কারও আর ত্রাণ নিতে আসতে হবে না। তখন আপনারা নিজেরাই অন্যদের ত্রাণ দেবেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফরিদপুরে মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে আমি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছি। বর্তমানে আমাদের ছেলেমেয়েদের সার্টিফিকেট শিক্ষার ওপর গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবভিত্তিক শিক্ষার অভাব রয়েছে। আমি ফরিদপুরের উচ্চ পর্যায়ের শিক্ষাবিদ ও জেলার প্রধানদের সঙ্গে সভা করেছি। আমার আসনে শিক্ষার মান উন্নয়নে কাজ শুরু করেছি। অভিভাবকরাও নিজেদের ছেলেমেয়েদের দিকে নজর রাখবেন, তারা কি করছে, কি শিখছে তা খেয়াল করবেন। শুধু শিক্ষকের ওপর তাদের ছেড়ে দেবেন না। 

ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি ওই ইউনিয়নের ৯০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে ফরিদপুর পৌরসভার চুনাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, টেপাখোলা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠ ও গোয়ালচামট পানি অব দ্য মাঠে ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১২, ১৬, ১৮,  ২৩, ২৪, এবং ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এমপির সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাতিন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, পৌর সাবেক কাউন্সিলর ও সামজাসেবক মাসুদা বেগম বুলু, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী প্রমুখ। 

আরও পড়ুন

×