কলেজ শিক্ষককে ছুরিকাঘাত দুর্বৃত্তদের

কলেজ শিক্ষক শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪ | ১৯:৪৪
সিরাজগঞ্জের কামারখন্দের চৌবাড়ী ড. ছালাম জাহানারা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম বাদলকে (৫২) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে কলেজপাড় পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
শফিকুল উপজেলার চরকামারখন্দ এলাকার মৃত মনতাজ উদ্দিনের ছেলে। তিনি শ্বশুরবাড়িতে থাকেন। তাঁর শ্বশুর মৃত মোশারফ হোসেন। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সহযোগী অধ্যাপক জাহিদ ইসলাম বলেন, ভর্তি রেখে আহত শিক্ষকের চিকিৎসা চলছে। পুলিশও তাঁর খোঁজখবর নিচ্ছে।
এদিকে কারা, কী কারণে শিক্ষককে ছুরিকাঘাত করেছে, সে রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ ও কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম সকাল থেকেই ঘটনাস্থলে ছিলেন।
ওসি রেজাউল ইসলাম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলের ভাষ্য, গুরুত্ব দিয়ে ঘটনাটির তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে চৌবাড়ী ড. ছালাম জাহানারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনায়েদ আহম্মেদ বলেন, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় ভুক্তভোগী শিক্ষক সাম্প্রতিক সময়ে ক্লাস নিতেন না। তারপরও ঘটনাটি বেশ উদ্বেগের।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- হামলা
- শিক্ষক
- কলেজশিক্ষক