চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা বৃদ্ধ নিহত

প্রতীকী ছবি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ১৪:৪৩ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ | ১৪:৪৭
চুয়াডাঙ্গা রেলওয়ে গেটের অদূরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অজ্ঞাত ওই বৃদ্ধ ব্যক্তি রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করছিলেন। সকাল ৯টার দিকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ষাটোর্ধ্ব।
ঘটনার সত্যতা স্বীকার করে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে।