ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মেছোবাঘটি পিটিয়ে মারল গ্রামবাসী

মেছোবাঘটি পিটিয়ে মারল গ্রামবাসী

মেছোবাঘ। ফাইল ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ১৯:১০ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ | ১৯:১৯

পাবনার ঈশ্বরদীতে জঙ্গল থেকে লোকালয়ে এসে প্রাণটা হারাল একটি মেছোবাঘ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের একটি ধানক্ষেত থেকে প্রাণীটি ধরেন স্থানীয়রা। পরে দড়ি দিয়ে বেঁধে পেটানোর পর নিস্তেজ হয়ে পড়লে রাতে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় মেছোবাঘটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবির। 

স্থানীয় কৃষক মহিদুল ইসলাম, চন্নু মিঞা ও আলী হোসেন জানান, তারা সরাইকান্দি এলাকায় ধানক্ষেত পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় তারা গায়ে ডোরাকাটা ও ফোঁটা ফোঁটা কালো দাগের প্রাণীটি দেখতে পেয়ে চিৎকার করে লোকজন জড়ো করে প্রাণীটি আটক করেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে তাদের মাধ্যমে প্রাণিসম্পদ দপ্তরের লোকজন সেটি উদ্ধার করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল হোসাইন বলেন, জনতা মেছোবাঘটিকে বেদম মারধর করায় চিকিৎসা দিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি। 

উপজেলা বন কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের ভাষ্য, মেছোবাঘটি আটকের খবর পেয়ে সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে সেটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) টিএম রাহসিন কবির বলেন, স্থানীয় বাসিন্দারা কাজটি ভালো করেননি। যারা প্রাণীটিকে অহেতুক কারণে পিটিয়ে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে বন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।


 

আরও পড়ুন

×