পুকুরে ভেসে উঠল ছোট্ট ভাইবোনের মরদেহ, বাকরুদ্ধ মা-বাবা

প্রতীকী ছবি
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ২০:০১ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ | ২০:০৪
যশোরের মনিরামপুরে পুকুরে ডুবে প্রাণ গেছে দুই ভাইবোনের। শনিবার দুপুরে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামে দুর্ঘটনার শিকার হয় তারা। এরা হলো– সামিয়া (৫) ও সাবিদ (৩)। তাদের মৃত্যুতে পুরো গ্রামে শোকাচ্ছন্ন।
দুই শিশুর বাবা শহিদুল ইসলাম স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জানা যায়, শনিবার সকালে তার কাছে সন্তানরা আইসক্রিম খাওয়ার আবদার করেন। দুপুর ১২টার দিকে বাজার থেকে আইসক্রিম এনে দেন শহিদুল। পরে তিনি বাড়ির উঠানে গরুর জন্য বিচালি কাটায় ব্যস্ত হয়ে পড়েন। সামিয়া ও সাবিদ আইসক্রিম খেতে খেতে পাশের পুকুরপাড়ে খেলতে যায়।
ওই এলাকার বাসিন্দা সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম টুকু বলেন, দুপুর দুইটার দিকেও শিশুরা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সামিয়া ও সাবিদকে তারা পুকুরে ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে তাদের স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি জানান, শিশুরা আগেই মারা গেছে। এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন শিশু দুটির মা-বাবা। স্বজনের কান্না ছুঁয়ে যায় সেখানে আসা গ্রামের বাসিন্দাদের।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
- বিষয় :
- মনিরামপুর
- যশোর
- পুকুরে ডুবে মৃত্যু