ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ গেল বৃদ্ধার

জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ গেল বৃদ্ধার

রাজবাড়ী সদর হাসপাতাল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪ | ১৪:৩২ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ | ১৪:৩৯

রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায় ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেনের বাড়িতে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ২টা পর্যন্ত ওই বৃদ্ধার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে রোববার সকাল ৭টা থেকে হতদরিদ্র মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হবে বলে ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন ঘোষণা দিয়েছিলেন। এজন্য সকাল ৬টা থেকেই হতদরিদ্র মানুষ তার বাড়িতে আসতে শুরু করে। এক পর্যায়ে সেখানে হুড়োহুড়ি শুরু হয়। এ সময় বৃদ্ধা নিচে পড়ে যান। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন জানান, ঈদ উপলক্ষে প্রতি বছর তিনি জাকাতের কাপড়-লুঙ্গি দিয়ে থাকেন। এ বছর সাড়ে ৩ হাজার দুস্থ-গরিবের মধ্যে জাকাতের কাপড়-লুঙ্গি বিতরণের কথা রয়েছে। সকাল ৭টা থেকে বিতরণের কথা থাকলেও ফজরের নামাজের পর থেকে লোকজন তার বাড়ির সামনে জড়ো হতে থাকে। সকাল সাড়ে ৬টার দিকে গেট দিয়ে হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে ওই নারী নিচে পড়ে যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, জাকাত নিতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন

×