ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শ্বশুরবাড়ির কলাবাগানে লুকানো জামাইকে পিটিয়ে হত্যা

শ্বশুরবাড়ির কলাবাগানে লুকানো জামাইকে পিটিয়ে হত্যা

ছবি- সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪ | ১৭:২২ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ | ১৭:২৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসা বিল্লাল গাজী (৪০) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ৩টার উপজেলার চরকুশলী গ্রামে এ ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত বিল্লাল গাজী পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার গাবগাছিয়া গ্রামের মোখলেস গাজীর ছেলে।

ওসি আমিনুর রহমান জানান, প্রায় ৭ বছর আগে টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামের সরোয়ার মোল্লা নামে এক ব্যক্তি নিজ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় সরোয়ারের পরিবারের লোকজন নিহত বিল্লাল গাজী ও তার শ্বশুরবাড়ির লোকজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে। এ ঘটনায় নিহত বিল্লাল স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন ভারতে অবস্থান করেন।

তিনি আরও জানান, প্রায় এক মাস আগে বিল্লাল দেশে ফেরেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে টুঙ্গিপাড়ায় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে নিখোঁজ সরোয়ার মোল্লার স্বজনরা সিআইডিকে খবর দেয়। কিন্তু সেখানে গিয়ে বিল্লালকে খুঁজে না পেয়ে ফিরে যান তারা। পরে বাদী পক্ষের লোকজন বিল্লালকে খুঁজতে থাকে।

ওইদিন রাত ২টার দিকে বাড়ির পাশের কলাবাগানে বিল্লালকে খুঁজে পেয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে শ্বশুরবাড়ি নিয়ে গিয়ে আবারও মারধর করা হলে রাত ৩টার দিকে বিল্লালের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিল্লালের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত আলমগীরের স্ত্রী যুথী আক্তারসহ ৩ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

আরও পড়ুন

×