ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৬: গেটম্যান সাইফুল গ্রেপ্তার

গ্রেপ্তার গেটম্যান সাইফুল ইসলাম। ছবি: সমকাল
ফেনী সংবাদদাতা
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪ | ০২:৩৩
ফেনীর মুহুরীগঞ্জে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার ঘটনায় রেলওয়ের গেটম্যান মো. সাইফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রোববার বিকেল ৫টা ১০মিনিটে চট্টগ্রামের মিরসরাইয়ের বামনসুন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল মিরসরাই উপজেলার উত্তর সোনাপুর গ্রামের মৃত শেখ মো. আনোয়ারুল আজিমের ছেলে।
র্যাব জানায়, গেট ব্যারিয়ার না নামানোর কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনার পর সাইফুলকে প্রধান আসামি করে মামলা করা হয়। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বামনসুন্দর এলাকায় সাইফুল অবস্থান করছেন এমন খবরে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ওই মামলার পলাতক আসামি বলে স্বীকার করেন। পরে তাকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।
গত ৫ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন ক্রসিংয়ে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন বালুবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে ছয়জন নিহত হন। এ ঘটনায় দুটি মামলা করা হয়। এতে দুর্ঘটনাস্থলের ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান মো. সাইফুল ইসলাম ও মো. রাশেদ খানকে আসামি করা হয়েছে। মামলার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়।
- বিষয় :
- ফেনী
- ট্রেনের সঙ্গে সংঘর্ষ
- নিহত
- গ্রেপ্তার