দুই টাকায় ঈদসামগ্রী পেল সুবিধাবঞ্চিতরা

ছবি: সমকাল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪ | ০৪:২৩
জামালপুরে দুই টাকার বিনিময়ে অসহায় ব্যক্তিদের ঈদসামগ্রী ও শিশুদের ঈদের নতুন জামাকাপড় দেওয়া হয়েছে। রোববার বিকেলে শহরের বেলটিয়া পুলিশ লাইন্সে এই কর্মসূচির আয়োজন করে জামালপুর জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান। বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পিপিএম ও পুনাক জামালপুরের সভানেত্রী সানজিদা হক মৌ। পরে জনতার পুলিশ স্টোর নামে দুটি স্টল থেকে দুই টাকার বিনিময়ে ঈদসামগ্রী ক্রয় করেন ২০০ মানুষ। এসব ঈদসামগ্রীর মধ্যে রয়েছে– এক কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ, সেমাই, নুডলস, গুঁড়ো দুধ, সাবান, শাড়ি, লুঙ্গি, শিশুদের জন্য জামাকাপড়।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা পেশাগত দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন কাজে নিয়োজিত। আজকের (রোববার) এই আয়োজন ব্যতিক্রমী। দুই টাকার বিনিময়ে ঈদসামগ্রী ও নতুন জামাকাপড় বিতরণ অসহায় ব্যক্তিদের সামনের ঈদে কিছুটা হলেও স্বস্তি দেবে।
- বিষয় :
- ঈদুল ফিতর ২০২৪
- জামালপুর
- সুবিধা বঞ্চিত শিশু