সিলেটের প্রধান ঈদগাহ পরিদর্শনে মেয়র

সিলেটের প্রধান ও ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ পরিদর্শনে সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। ছবি: ইউসুফ আলী
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪ | ০৬:০৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের প্রধান ও ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। রোববার বিকেলে তিনি ঈদগাহ প্রাঙ্গণের প্রস্তুতি কাজ পরিদর্শন করেন।
এ সময় মেয়র বলেন, সিলেটের শাহি ঈদগাহ আমাদের ঐতিহ্যের প্রতীক। ৭০০ বছরের ইতিহাসের সঙ্গে শাহি ঈদগাহ জড়িত। এই ইতিহাসকে ধরে রাখা সবার দায়িত্ব। শাহি ঈদগাহ কমিটি ঈদগাহের ব্যবস্থাপনায় রয়েছে, সিটি করপোরেশন তাদের সহযোগিতা করে। এই ঈদগাহসহ পুরো সিলেট নগরীকে পরিষ্কার ও সুন্দর রাখা সব নাগরিকের দায়িত্ব।
ঈদগাহ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, স্থানীয় কাউন্সিলর রাশেদ আহমদ, মোতাওয়াল্লি শফিক বখত, সহকারী মোতাওয়াল্লি ফয়জুল আনোয়ার আলাউর, কামরান আহমদ কামাল, মখলিছুর রহমান বাবলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য জুবের খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।