ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যু

আকরাম আলী
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪ | ২২:৫৫
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশ হেফাজতে আকরাম আলী (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে হরিপুর থানা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের তোয়াব আলীর একমাত্র ছেলে আকরাম আলী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহনুজ্জামান বলেন, দুপুর পৌনে ২টায় আকরাম আলীকে হাসপাতালে নিয়ে আসা হয়। মূলত মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।
আকরাম আলীর চাচাতো ভাই সেখ সাদী বলেন, ‘রোববার রাতে হরিপুর থানা পুলিশ আকরামকে তুলে নিয়ে যায়। তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এর বিচার চাই।’
তিনি বলেন, ‘সোমবার সকালে তাঁকে মাদক মামলায় আদালতে চালান দেওয়ার কথা ছিল। কিন্তু কী কারণে চালান দেয়নি, সেটা আমরা বলতে পারি না। দুপুরে তাঁর মৃত্যুর খবর পেয়ে আমরা হতভম্ব হয়ে গেছি। আকরাম আগে কোনো মাদক মামলার আসামি ছিল না। কোনো দিন মাদক সেবনও করতে দেখিনি।’
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, আকরাম আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। গতকাল থানা থেকে আদালতে পাঠানোর পথে তিনি অসুস্থ বোধ করলে তাঁকে তাৎক্ষণিক উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান, আকরাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
- বিষয় :
- পুলিশের নির্যাতনে মৃত্যু
- যুবদল নেতা